জৈষ্ঠ্য মাসের মিষ্টি আম
বিবেক বড়ুয়া
¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿
তাপদাহের বিরূপ প্রভাব
অশান্ত প্রকৃতি,
জৈষ্ঠ্য মাসের রৌদ্র উজ্জ্বল
পাকা আমেতে দৃষ্টি ।।
কাঁচা আমের ভর্তা মজা,
পাকলে সুগন্ধি,
খোকা খুকুর পাগলামীতে
শোরগোলে গৃহ বন্দি।।
আমের মজায় প্রাণের মিলন
বাঙ্গালীয়ানায় সুখ,
টক ঝালের মিষ্ট রাসায়ন
সকলের তৃপ্তি ভরপুর।
আমের গন্ধে তাপের প্রকোপ
তুচ্ছ মনে হয়,
ফেলে আসা বাল্য সময়
ভীষণ মনে লয়।।
ভারাক্রান্ত পৃথিবী আজ
মাটির কলস বন্দি,
চিন্তা নাহি করব মোরা
সৃষ্টিতে সেরা জীব,
আমরা মানুষ জাতি।।
গ্রীষ্মকালের আপন মায়া
ক্লান্তিতে নাই শ্রান্তি,
জৈষ্ঠ্য মাসের আমের সুখে,
অন্যন্য প্রকৃতি।।
Article Categories:
Uncategorized